Fragrance Knowladge

আতর কেনার আগে যে ৩ টি বিষয় আপনাকে জানতেই হবে!

আতর কেনার আগে যে ৩ টি বিষয় আপনাকে জানতেই হবে!

১/ আতর নাকি পারফিউম, কোনটা বেশি ছড়ায়? ২/ কোনটা বেশি লং লাস্টিং? ৩/ ১ ঘন্টা পরে তো আর ঘ্রান পাই না?

—————————————————————————————————————————————————————————————

১/ আতর নাকি পারফিউম, কোনটা বেশি ছড়ায়??

=পারফিউম বেশি ছড়ায় কারন হল পারফিউমে ৮০% ডিন্যাচারড এলকোহল থাকে, এলকোহল ক্যারিয়ার ওয়েল হিসেবে থাকাতে পারফিউমের প্রজেকশন/ ছড়ানোর ক্ষমতা বেশি। আপনি যদি বেশি প্রজেকশন চান, তাহলে পারফিউম চয়েস করা বেটার। অন্য দিকে, সাধারণত আতর ১-২ ঘন্টা ছড়ায় (২-৫ফিট), কিছু প্রোডাক্টে ভিন্নতা থাকতে পারে।

২/ কোনটা বেশি লং লাস্টিং?

=পারফিউমের (EDP) স্টান্ডার্ড লাস্টিং ৬-৮ ঘন্টা। কিন্তু ভাল আতর সুতি কাপড়ে সুঘ্রাণ থাকে ১-২ দিন বা তারও বেশি (আতর ভেদে ভেরিয়েশন আছে)। তবে হালকা স্মেলের পারফিউমের মত আতরগুলোর লাস্টিং কম হয়, ১০-১২ ঘন্টা, এর থেকে কমও হতে পারে।\

৩/ ১ ঘন্টা পরে তো আর ঘ্রান পাই না?

=টপ নোটের ঘ্রান ১৫-৩০ মিনিট থাকে, এরপরে মিডল নোটের ঘ্রাণ শুরু হয়, আবার ১-২ ঘন্টা পর বেইস নোটের ঘ্রাণ পাবেন, যা লং লাস্ট করবে। টপ নোটের সাথে অন্য নোটগুলোর ঘ্রাণ মিলে না, তাই এরকম মনে হয়।

মূল কথা, আতর হল একটা পার্সোনাল সুগন্ধি, যা দীর্ঘসময় আপনাকে সুরভীত রাখবে, আপনাকে হ্যাপি রাখবে, মুড চাংগা রাখবে। মানুষিক প্রশান্তি দিবে, স্ট্রেস রিলিফ করবে ইনশাআল্লাহ।