গ্রীন বাখুর – Green Bakhoor Attar by Swiss Arabian
আসলেই প্রকৃতির সাথে সুগন্ধিটি খুব সুন্দর দেখাচ্ছে। সুগন্ধির রং যেমন সুন্দর এর চাইতে বেশি সুন্দর হলো এর ঘ্রান। আপনি এই সুগন্ধি থেকে পাচ্ছেন_ সফট, সুইট এবং চমৎকার পাউডারী স্মেল। আমরা আশা রাখি অন্যান্য সুগন্ধি থেকে ভালো লাগার মতো এইরকম পাউডারী স্মেল কোথাও খুঁজে পাবেন না। ইনশাআল্লাহ
ব্যক্তিগতভাবে এই সুগন্ধিটি আমার কাছে বেশ ভালোই লাগে এবং অন্যান্য সুগন্ধির সাথে পাউডারি স্মেলের অসাধারণ এই সুগন্ধিটি ব্যবহার করতে বেশ স্বাচ্ছন্দ বোধ করে করি। সুগন্ধি জগতে যারা নতুন এসেছেন অথবা ইতিপূর্বে বাখুর নামক এমন কোনো সুগন্ধি যদি ব্যবহার করে না থাকেন তাহলে আমি মনে করি আপনি অনেক কিছুই মিস করে ফেলেছেন।
আবারো বলে রাখা ভালো_ যারা কিনা সফট এবং মিষ্টি সুগন্ধি পছন্দ করেন অথবা এমন কোন সুগন্ধি যা অল্প মূল্যে রেগুলার ব্যবহার করা যাই তাদের জন্য এই সুগন্ধিটি TOP ONE হিসেবে বিবেচনা করা যাবে। কেননা, আসলেই এই গ্রীন বাখুর সুগন্ধিটি ইনশাআল্লাহ কাওকে বিরক্ত করবেনা এবং সকল পরিবেশে Use করার মতো একটি আতর।
এই সুগন্ধিটি সঠিক ভাবে ব্যবহার করতে পারলে 4/5 ঘন্টা ঘ্রান ছড়াবে এবং ১২ ঘন্টার উপরে কাপড়ে ঘ্রান থাকবে, ইনশা আল্লাহ। (একই জায়গায় একটু বেশি পরিমাণ সুগন্ধি ব্যবহার করলে ১দিনের উপরে অবশ্যই এর ঘ্রান থাকবে, ইনশাআল্লাহ)
গ্রীন বাখুর এর জন্য আমার সফট কর্ণার আছে আগে থেকেই। কারণ এর সুন্দর স্মেল এর সাথে সাথে এর ঠান্ডা অনুভুতি দেয়ার ক্ষমতার জন্য। কারেন্ট চলে গেলে বা গরমের মধ্যে গ্রীন বাখুর ব্যাবহার করি নি এমন খুব কম সময় আছে। এর ঠান্ডা, বাখুরি স্মেল টা সবসময়ই আমাকে সন্তুষ্ট করে রেখেছে। এর স্পাইসি, মিষ্টি মিষ্টি সুবাস যেন অন্য এক জগত তৈরি করে আমার আশে পাশে। সেই জগতে নিজেকে হারিয়ে ফেলে আমার কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ।
Youtube – https://www.youtube.com/@Shanjoyperfumes